খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৫ জানুয়ারি, নয়াদিল্লি: বহু বছর আগে ধর্মান্ধ মানুষের অত্যাচারে ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছিলেন পাকিস্তানি হিন্দু উদ্বাস্তু পরিবারগুলি। তাঁদের ঠাঁই হয় দিল্লির মঞ্জু কা টিলা এলাকায়। দিল্লি বিধানসভা ভোটে এই প্রথমবার ভোটাধিকার পেতে চলেছেন তাঁরা। স্বভাবতই এই ঘটনায় আপ্লুত পাকিস্তান থেকে আসা উদবাস্তু পরিবারগুলি।
তাদের কাছে আগামী নির্বাচন শুধু ভোট নয়, বরং ভারতীয় নাগরিকত্বের স্বীকৃতি। অনেকেই ২০১৩ সালে রাজধানীর থিতু হয়েছেন। এতদিনে তাঁদের স্বপ্ন সফল হচ্ছে। এমনই এক পাকিস্তানি হিন্দু উদ্বাস্তু পরিবারের সদস্য সতরাম (২২)। ওই এলাকায় মোবাইল ফোনের কভারের ব্যবসা করেন তিনি। নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আমি ২০১৩ সাল থেকে এখানে বাস করছি। এই প্রথমবার ভোট দেব। অবশেষে ভোটার জনগোষ্ঠীর অংশ হতে পেরে ভালো লাগছে।’
অন্যদিকে মোহিনী বলেন, “এক সময় পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখতাম। এখন আর তা সম্ভব নয়। আমি চাই পেশামুখী কাজ শিখতে সাহায্য করুক সরকার।” ২০১৩ সাল থেকে দিল্লিতে বসবাসকারী এই পরিবারগুলির অনেকেই এখন এক মর্যাদাপূর্ণ জীবনের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার অপেক্ষা করছেন।
একদিকে যেমন কিছু বাসিন্দা ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অন্যদিকে সম্প্রতি উদ্বাস্তুদের একটি নতুন দল এসে পৌঁছেছে। তাদের নাগরিকত্বের জন্য অপেক্ষা করার পাশাপাশি বিভিন্ন অনিশ্চয়তার মুখোমুখিও হতে হচ্ছে। নির্বাচন যতই এগিয়ে আসছে, এই নতুন নাগরিকরা তাঁদের ভোটাধিকার উদযাপনের পাশাপাশি সরকারের কাছে ভালো বাসস্থান, মানসম্মত শিক্ষার সুযোগ, চাকরির সুযোগের দাবি জানিয়েছেন।