খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪ অগাস্ট, চণ্ডীগড়ঃ স্বাধীনতা দিবসের আগে বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টা। সীমান্তে পাকিস্তানি জঙ্গিকে খতম করল বিএসএফ। রবিবার পাঠানকোট জেলার সীমান্তে এক জঙ্গির গতিবিধি লক্ষ্য করে বিএসএফ। তবে সীমান্ত পেরনোর আগেই ভারতীয় সেনার গুলিতে তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, গত ১১ আগস্টও বিএসএফের গুলিতে নিকেশ হয় এক পাকিস্তানি জঙ্গি। বিএসএফ জানিয়েছে, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ পঞ্জাবের পাঠানকোটের সিম্বল সাকোল গ্রামের কাছে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল এক অনুপ্রবেশকারী। নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ বাহিনী দেখতে পেয়েই সতর্ক করে।
কিন্তু তারপরও ওই অনুপ্রবেশকারী থামেনি, সে ভারতীয় জমিতেই এগোতে থাকে। বিপদ আশঙ্কা করে বিএসএফ ওই অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুপ্রবেশকারীর। বিএসএফের দাবি, জওয়ানদের আত্মরক্ষায় গুলি চালাতে হয় ৷ এর ফলেই অনুপ্রবেশকারীকে আটকানো সম্ভব হয়েছে। ১৪ রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানা গিয়েছে ৷ সেই গুলিতেই অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে ৷
স্বাধীনতা দিবসের আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিকে ৷ উৎসবের মেজাজ ধরা পড়েছে গোটা কাশ্মীর উপত্যকায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওইদিন ইন্টারনেট ব্যবহারে কোনও নিষেধাজ্ঞা থাকবে না। তবে সাধারণ মানুষ উৎসবের মেজাজে থাকলেও সতর্ক থাকছে নিরাপত্তা বাহিনী। একাধিক এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন তাঁরা।