- পন্চায়েত ভোটের দিনক্ষন ঘোষনা করা হয়েছে আগামী ৮ ই জুলাই।
- আজ থেকে নির্বাচন বিধি শুরু হয়ে যাবে।
- মনোনয়ন জমা নেওয়া শুরু হবে আজথেকে ১৫ ই জুন অবধি।
- মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়সীমা ২০ ই জুনঅবধি।
- ভোট হবে একদফায়।
- ভোটের ফলাফল গননা করা হবে ১১ ই জুলাই।
- এবারের পন্চায়েত ভোটে ৯২৮ টি জেলা পরিষদের আসনে ভোট হবে।
- ৩৪১ টি পন্চায়েত সমিতির ৯৭৩০ আসনে ভোট হবে।
- ৩৩১৭ গ্রাম পন্চায়েতের ৬৩২৮৩ কেন্দ্রে ভোট হবে ।