তুফানগঞ্জ রেলস্টেশন চত্বরে মাটি ধসে গর্ত তৈরি হওয়ায় অনেকের মধ্যেই আতঙ্ক ছড়িয়েছে

14

প্রদীপ কুন্ডু, তুফানগঞ্জ: ঘন ঘন ট্রেন দুর্ঘটনা যাত্রীদের মনে আতঙ্ক তৈরি করছে, এরই মাঝে আবার তুফানগঞ্জ রেলস্টেশন চত্বরে মাটি ধসে গর্ত তৈরি হওয়ায় অনেকের মধ্যেই আতঙ্ক ছড়িয়েছে। এই গর্তের জেরে রেল স্টেশন চত্বরে সীমানা প্রাচীরের একাংশ নিচে ফাঁকা হয়ে গিয়েছে। নিচের সেই থাকা অংশ দিয়ে সেখানে অবাঞ্চিতরা ভিতরে ঢুকতে পড়ে বলে আশঙ্কা করা হচ্ছে।

যদিও এই বিষয়ে রেলের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি। গ্রাম পঞ্চায়েতের প্রধান কোহিনুর খাতুন জানিয়েছেন আমরা বিষয়টিকে দেখব এবং ওপর মহলে জানাবো। তুফানগঞ্জ রেলওয়ে স্টেশন শহর থেকে কিছুটা দক্ষিণে অবস্থিত। এই স্টেশনের গুরুত্ব রয়েছে অপরিসীম। মূলত এই স্টেশন কে নির্ভর করেই অসমের সাথে বাংলার যোগাযোগ সম্ভব হয়েছে।

প্রতিদিন বেশ কিছু ট্রেনও চলাচল করে সেখান দিয়ে। স্টেশন সংলগ্ন পশ্চিম দিকে স্টেশন চত্বরে দুই মাস আগে একটি ছোট্ট ফাটল দেখা দিয়েছিল। বেশ কিছুদিনের টানা বৃষ্টির ফলে ফাটলটি বড় গর্তের আকার ধারণ করে রক্ষণাবেক্ষণের অভাবে এই গর্তের সৃষ্টি বলে স্থানীয়রা জানিয়েছেন। গর্তের থেকে হাত দূরেই ট্রেন লাইন দ্রুত মেরামতের   দাবি জোড়ালো হয়েছে।