খবরিয়া নিউজ ডেস্ক, ২২শে জুন, দিনহাটা: ব্যাংক থেকে ভেসে আসা তীব্র শব্দে আচমকা থেমে দাঁড়ালেন পথচারীরা। ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়। বৃহস্পতিবার সকালে দিনহাটার ঘটনা। এদিন সকালে আচমকা দিনহাটা শহরে এক ব্যাংক থেকে সাইরেনের আওয়াজ আসে। আতঙ্কে থমকে দাঁড়ান পথচলতি সাধারণ মানুষ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে দিনহাটা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেতেই ছুটে আসেন ব্যাংকের কর্মী ও ম্যানেজার। শেষ পর্যন্ত ব্যাঙ্কের গ্রিলের গেট খুলে ভেতরে যায় পুলিশ প্রশাসন। অনেকেরই ধারণা ইলেকট্রনিক শর্ট সার্কিটের জন্য এই ঘটনা ঘটেছে । হঠাৎ করে সাইরেনের আওয়াজে ব্যাংক চত্বর এলাকায় আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। যদিও পরবর্তীতে গোটা বিষয়টি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।