খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯জুন, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের পাঞ্জারিপাড়া এলাকার ৭০ বছরের বেশি প্রাচীন জোড়া ব্রিজ শ্মশানের অবস্থা বেহাল থাকায় সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। প্রসঙ্গত এ এলাকার প্রচুর হিন্দু মানুষদের ভরসা এই শ্মশান। মালদা বালুরঘাট ৫১২ জাতীয় সড়কের ধারেই জোড়া ব্রিজের পাশেই রয়েছে এই পাঞ্জারিপাড়া শ্মশান।
উল্লেখ্য শ্মশানটি রাস্তা থেকে নিচু হাওয়াতে বর্ষার সময় জল জমায় এবং খারির জল ঢুকে পড়ায় সমস্যার সম্মুখীন হতে হয় দাহ করতে আসা এলাকার বাসিন্দাদের। শ্মশানটিতে মোটর চালিত জলের ব্যবস্থা রয়েছে কিন্তু নেই বিদ্যুতের সংযোগ ও আলোর ব্যবস্থার পাশাপাশি বিশ্রামাগার। সন্ধ্যে নামলে অথবা দিনের আলোতেও প্রকাশ্যে সেখানে নানান রকম নেশার আখড়া বসে। শ্মশানে দুটি চুল্লি আছে যা মন্ত্রী বিপ্লব মিত্রের তহবিলে তৈরি করা এবং সেটি উদ্বোধন করেন তিনি। স্থানীয় মানুষদের একটাই দাবি, যদি মাটি ফেলে স্থানটি উচু করা যায় তাহলে বর্ষার সময় সমস্যায় পড়তে হবে না কাউকে। এছাড়াও একটি বিশ্রামাগার ও বিদ্যুতের ব্যবস্হা করলে এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। এখন দেখার পাঞ্জারিপাড়া জোড়া ব্রিজের এই শ্মশানের সমস্যার সমাধান কত দ্রুত হয়।