শহিদ দিবসে যোগ দিতে কলকাতা গেলেন পাপিয়া ঘোষ

0
148

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ জুলাই, শিলিগুড়ি: ২১শে জুলাই শহিদ দিবসে যোগ দিতে কলকাতায় যাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসের রওনা দিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, দলের মহিলা যুব কর্মী সমর্থক এবং নেতৃত্বরা।

সমাবেশের উদ্দেশ্যে রওনা হওয়া যাত্রীদের জন্য শিলিগুড়ি টাউন ব্লক ৩ আইএনটিটিইউসি এনজেপি শাখার তরফে সহায়তা কেন্দ্র এবং টিফিনের আয়োজন করা হয়। এই সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ।

প্রচুর কর্মী সমর্থক লাইনে দাঁড়িয়ে সেই টিফিন সংগ্রহ করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হন। পাশাপাশি নিউ জলপাইগুড়ি স্টেশনে যাত্রীদের পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here