খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুন, ধূপগুড়ি: এলাকার মহিলার সঙ্গে পরকীয়া স্কুল শিক্ষকের। প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ ধূপগুড়ির গাদং উচ্চ বিদ্যালয়ে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় স্কুল চত্বরে। অভিভাবকদের অভিযোগ ধূপগুড়ির গাদং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রবীর ঘোষ রবিবার সন্ধ্যায় এক নম্বর ওয়ার্ডের ময়মনসিংহ পাড়ার একটি বাড়িতে এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্হায় হাতেনাতে ধরা পড়েন। তার ওই ঘটনার প্রতিবাদে সোমবার গাদং উচ্চ বিদ্যালয়ের অভিভাবকরা ভারপ্রপ্ত প্রধান শিক্ষকের কাছে একটি স্মারককলিপি তুলে দেন। ওই শিক্ষকের বহিষ্কারের দাবি তোলেন অভিভাবকরা।
১ নাম্বার ওয়ার্ডের ময়মনসিংহ পাড়ার বাসিন্দা সবিতা মজুমদার জানান, রবিবার বিকেলে এক মহিলা ওই শিক্ষকের বাড়িতে যান। দীর্ঘক্ষণ পরেও ওই মহিলা বাড়ি থেকে বার না হওয়ায় পাড়ার সকলে মিলে চড়াও হয়ে তাদেরকে আপত্তিকর অবস্হায় ধরে ফেলেন এবং আটকে রাখা হয় তাদের। পরবর্তীতে প্রবীর ঘোষের স্ত্রীকে খবর দেওয়া হলে তিনি এসে ওই মহিলাকে মারধর করেন বলেও অভিযোগ।
এরই প্রতিবাদে এদিন অভিভাবকরা গাদং হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের কাছে লিখিতভাবে অভিযোগ জানান প্রবীর ঘোষের বিরুদ্ধে। এদিকে, শিক্ষককে যাতে আর গাদং হাইস্কুলে দেখা না যায় তার দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। ওই শিক্ষক থাকলে স্কুলের পরিবেশ নষ্ট হবে বলে তাঁদের দাবি। অন্যদিকে অভিযোগ উঠেছে ওই শিক্ষক আবার শাসকদলের ঘনিষ্ঠ নেতা। পরে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে।