আদানি, সম্ভল নিয়ে বিরোধীদের বিক্ষোভ, মুলতুবি হয়ে গেল সংসদের দুই কক্ষ

23

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ নভেম্বর, নয়াদিল্লি: আদানি ইস্যুতে বিরোধী দলগুলির প্রবল হইচইয়ে শুক্রবার পঞ্চম দিনও মুলতুবি হয়ে গেল সংসদের দুই কক্ষই। অধিবেশন ফের বসবে আগামী সোমবার। শীতকালীন অধিবেশনের শুরু থেকেই আদানি ইস্যুতে সংসদে হট্টগোল পাকানো শুরু করেছে বিরোধীরা। যার জেরে এ পর্যন্ত সেভাবে সংসদ চালানোই যায়নি।

এদিন শুরু থেকেই কংগ্রেস আদানি ইস্যুতে আলোচনার দাবি তোলে রাজ্যসভা ও লোকসভায়। প্রথমে দুপুর ১২টা পর্যন্ত তারপর ফের সভা বসার পরেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় দিনের মতো সভা মুলতুবি করে দেন। পরবর্তী সভা বসবে আগামী সোমবার, বেলা ১১টায়।

এদিন অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ায় সংসদে বাংলাদেশ ইস্যুতে আলোচনা বা বিবৃতির সম্ভাবনা সোমবার পর্যন্ত খারিজ হয়ে গেল। আদানি ইস্যু ও উত্তরপ্রদেশের সম্ভলের শাহি জামা মসজিদ নিয়ে এদিন সংসদের দুই কক্ষই উত্তাল হয়ে ওঠে। কংগ্রেস ও সমাজবাদী পার্টির সদস্যরা ট্রেজারি বেঞ্চের কাছে জবাবদিহি তলব করেন।

এদিন আদানির ঘুষকাণ্ড, সম্ভল ও মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দিল্লির ক্রমবর্ধমান অপরাধমূলক ঘটনা, বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, ইসকনের সন্ন্যাসীকে গ্রেফতার সংক্রান্ত বিভিন্ন নোটিস দেয় বিরোধীরা। কোনওটিতেই আলোচনায় রাজি হননি চেয়ারম্যান জগদীপ ধনকড়। ফলে বিরোধীরা প্রবল হট্টগোল শুরু করে দেন। ধনখড় বলেন, বিক্ষোভের ফলে গত কয়েকদিন ধরে বহু সময় নষ্ট হয়েছে। এদিনও আদানি ইস্যুতে বিক্ষোভে যোগ দেয়নি তৃণমূল।