খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৬ জানুয়ারি, কলকাতা: কলকাতার বিচার ভবনে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় বিচার শুরু হয়েছে মঙ্গলবার থেকে। সাক্ষ্যগ্রহণ পর্বে বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়। আদালত কক্ষ থেকে বেরনোর সময় মামলা সংক্রান্ত খোঁজখবর নিতে আইনজীবীর সঙ্গে কথা বলতে দাঁড়ান।
প্রায় মিনিট দশেক কথা হয়। সেই সময় অর্পিতাও চলে আসেন। পাশাপাশি দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলেন দুজনে। আদালত ছেড়ে বেরনোর সময় পার্থ অর্পিতাকে বলেন, “আসি, ভালো থেকো।” এর আগে, মঙ্গলবারও আদালতের বাইরে তাদের দেখা হয়। দুজন দুজনকে চোখে চোখ রেখে মুচকে হাসে। ওইদিন আদালতের বাইরে বিচারপর্ব সংক্রান্ত বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘বিচারব্যবস্থার উপর ভরসা আছে। সত্য একদিন সামনে আসবে।’
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গত ২০২২ সালের ২২ জুলাই, গ্রেপ্তার হন পার্থ ও অর্পিতা। তল্লাশি চালিয়ে অর্পিতার বাড়ি থেকে নগদ ৫০ কোটি টাকা বাজেয়াপ্ত হয়। বর্তমানে জামিনে মুক্ত অর্পিতা। এদিকে ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ। তবে এখনও জেলবন্দি তিনি। ১ ফেব্রুয়ারির মধ্যে জেল থেকে ছাড়া পাওয়ার কথা তাঁর। তবে, তার আগে চার্জ গঠন শেষ করতে হবে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের৷ গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ানও রেকর্ড করতে হবে।