খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৭ জানুয়ারি, কলকাতা: আবারও অসুস্হ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আচমকাই বুকে ব্যথা হয় পার্থর। তাঁকে জেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।।প্রেসিডেন্সি জেল সূত্রের খবর, তাঁর চিকিৎসার জন্য় এসএসকেএম হাসপাতালে চিঠি দিয়ে মেডিক্য়াল টিম গঠনের কথা বলা হয়েছে।
এই হাসপাতালের ডাক্তাররাই তাঁর চিকিৎসা করবেন। তবে তাঁকে সেখানে নিয়ে যাওয়া হবে কিনা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় বিচার শুরু হয়েছে মঙ্গলবার থেকে। সাক্ষ্যগ্রহণ পর্বে বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’অর্পিতা মুখোপাধ্যায়।
আদালত কক্ষ থেকে বেরনোর সময় মামলা সংক্রান্ত খোঁজখবর নিতে আইনজীবীর সঙ্গে কথা বলতে দাঁড়ান। প্রায় মিনিট দশেক কথা হয়। সেই সময় অর্পিতাও চলে আসেন। পাশাপাশি দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলেন দুজনে। আদালত ছেড়ে বেরনোর সময় পার্থ অর্পিতাকে বলেন, “আসি, ভালো থেকো।” এরপর রাতেই অসুস্থ হয়ে পড়েন পার্থ। বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় এসএসকেএমে।
প্রসঙ্গত, প্রতিমাসেই নিয়ম মেনে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করানো হয়।ইডির এই মামলায় ইতিমধ্যে শর্তসাপেক্ষে পার্থর জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন। তার আগেই চার্জ গঠন শেষ করে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ করে ফেলার জন্য বলেছে শীর্ষ আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই বাড়িতে ম্যারাথন তল্লাশির পর গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী থাকাকালীন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তিনি জড়িয়ে পড়েন বলেই অভিযোগ ওঠে।