জেলে বসে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা! শুভেন্দুর অভিযোগের কী জবাব দিলেন পার্থ?

147

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৪ জানুয়ারি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জেলে বসেই নাকি কথা বলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি এমনই দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিষয়টি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে জবাবে তিনি বললেন, “পাগলে কি না বলে, ছাগলে কি না খায়!”

শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘‌রাজ্যের প্রশাসনিক প্রধান পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মোবাইলে কথা বলেন। আমি আগের কথা বলছি না। সম্প্রতিক কথা বলব। পার্থ যেদিন চান বেলের মোরব্বা খান। যে দিন চান খাসির মাংস খান। গত দুর্গাপুজোর অষ্টমীতে লুচি–ছোলার ডাল খেয়েছেন। আমি বরাবরই দাবি করি পশ্চিমবঙ্গের বাইরে এই মামলাগুলি নিয়ে যাওয়া উচিত।’‌

মঙ্গলবার এই নিয়েই প্রশ্ন করা হয় পার্থ চট্টোাধ্যায়কে। অভিযোগ রীতিমতো ফুৎকারে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘‌পাগলে কি না বলে ছাগলে কি না খায়।’‌ অর্থাৎ শুভেন্দুর দাবি এবং অভিযোগকে তিনি বিন্দুমাত্র আমল দিতে চাইছেন না। আর এই দাবি যে সর্বৈব মিথ্যা সেটাও বুঝিয়ে দেন তিনি।

২০২২ সালের ২২ জুলাই রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করেছিল ইডি। গ্রেফতারের পর তাঁকে দলের সব পদ থেকে সরিয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তখনই তাঁর ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত অভিনেত্রী তথা মডেল অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা, গয়না বাজেয়াপ্ত করেছিল ইডি। গ্রেফতার করা হয়েছিল অর্পিতাকেও। কিছুদিন আগে অবশ্য এই মামলাতে জামিন পেয়ে বাইরে এসেছেন অর্পিতা।