“আমাকে জোর করে আটকে রেখেছে”, আদালতে ঢোকার মুখে আক্ষেপ পার্থর

0
20

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুলাই, কলকাতা: “আমাকে জোর করে আটকে রেখেছে। ” সোমবার আদালতে ঢোকার মুখে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন এক বছর আগে ৷ গ্রেপ্তারির পর পার্থ চট্টোপাধ্যায়কে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস ।

প্রাক্তন শিক্ষামন্ত্রীর বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি জেল। সোমবার তাঁকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়। এদিন আদালতে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‌কোনওরকম বিচার ছাড়া আমাকে জোর করে আটকে রাখা হয়েছে। এক বছর বিনা বিচারে আছি। বন্দিমুক্তি আন্দোলনকারীদের জিজ্ঞাসা করুন। তাঁরা মুখ খুলছেন না কেন?‌’

পার্থর এই মন্তব্যের পালটা কড়া জবাব দেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র। বলেন, বন্দিমুক্ত কমিটি সাধারণ রাজনৈতিক বন্দিদের নিয়ে কাজ করে। জেলে বন্দি থাকাকালীন বন্দিরা ঠিকমতো সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা, তা দেখে ওই কমিটি। পার্থ চট্টোপাধ্যায় রাজনৈতিক বন্দি নন। তাই বন্দিমুক্তি কমিটির দিকে আঙুল তুলে কোনও লাভ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here