দূরপাল্লার ট্রেনগুলির মাথাভাঙ্গা স্টেশনে স্টপেজ সহ বিভিন্ন দাবিতে পথসভা

26

মাথাভাঙ্গা, ২৮ নভেম্বরঃ বিভিন্ন দাবিতে পথসভা অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গায়। এদিনের এই পথসভাটি অনুষ্ঠিত হয় মাথাভাঙ্গা মহকুমা রেল উপভোক্তা দাবী আদায় কমিটির পক্ষ থেকে মাথাভাঙ্গা শহরের পোস্ট অফিস মোড়ে।

জানা গেছে, রেল পরিষেবার মাধ্যমে এলাকার ব্যবসা বানিজ্যের উন্নতিকল্পে এবং অন্যান্য সুযোগ সুবিধা আদায়ের লক্ষ্যে মাথাভাঙ্গা রেল স্টেশনে ডেপুটেশন প্রদান করা হবে। তারই অঙ্গ হিসেবে এদিন এই পথসভা অনুষ্ঠিত হয়। এদিনের এই পথসভাতেও তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। পথসভার পাশপাশি তাদের দাবির লিফলেট বিলি করতেও এদিন দেখা যায়।

এদিন সংগঠনের সভাপতি ডাঃ সনাতন ঘোষ বলেন, মাত্র একবছর আগে এই কমিটি তৈরি হয়। তাদের দাবি মতো কলকাতা গামী আরও একটি দুরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল যার নাম দেওয়া হয়েছে মদনমোহন এক্সপ্রেস। চালু হওয়ার অপেক্ষা, দিনক্ষণ ঘোষণা হওয়া শুধু বাকি তার জন্য রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তবে তাদের দাবি গুলো যে রয়েছে সেগুলি হলো ১) রেল স্টেশনের পরিকাঠামোগত উন্নয়ন এবং স্টেশন সংলগ্ন রাস্তাঘাটের দ্রুত সংস্কার করতে হবে। ২) প্রতিদিন মাথাভাঙ্গা ভায়া জলপাইগুড়ি রোড হয়ে শিলিগুড়ি জংশন পর্যন্ত সকাল ও সন্ধ্যায় লোকাল ট্রেন-এর যাতায়াতের ব্যবস্থা করতে হবে। ৩) দূরপাল্লার ট্রেনগুলির মাথাভাঙ্গা স্টেশনে স্টপেজ এর ব্যবস্থা করতে হবে। ৪) ব্যবসা-বানিজ্যের উন্নতিকল্পে মাথাভাঙ্গা স্টেশনে বিভিন্ন পণ্যের লোডিং-আনলোডিং করার ব্যবস্থা করতে হবে। ৫) মাথাভাঙ্গা স্টেশনে স্টপেজ থাকবে এইরূপ আরও একটি প্রতিদিন কলকাতাগামী ট্রেনের ব্যবস্থা করতে হবে। ৬) কামাখ্যা-নিউ দিল্লী-আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনের মাথাভাঙ্গায় স্টপেজ এর ব্যবস্থা করতে হবে এবং ৭) দিল্লিগামী এক্সপ্রেস ট্রেনের লিংক ট্রেন দিনহাটা ভায়া মাথাভাঙ্গা স্টপেজ সহ নিউ জলপাইগুড়ি করার ব্যবস্থা করতে হবে।