খবরিয়া নিউজ ডেস্ক, ২২শে জুন, জলপাইগুড়িঃ জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ অ্যান্ড সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ছয়তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবারের ঘটনা। মৃত যুবকের নাম সন্তোষ শাহ। বানারহাটের বাসিন্দা ওই যুবক পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। জানা গিয়েছে, গত মঙ্গলবার শারীরিক জ্বর, হাত-পা ব্যথা নিয়ে মেডিকেলে ভর্তি হন সন্তোষ। এদিন হাসপাতালের ছয়তলা থেকে ঝাঁপ দেন তিনি। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। এরপর চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। কেন তিনি এমন পদক্ষেপ নিলেন তা খতিয়ে দেখছে কোতয়ালি থানার পুলিশ।