খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুন, তুফানগঞ্জ: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে তুফানগঞ্জ ২ নং ব্লকের অন্তর্গত বারকোদালি জোড়া কাটা এলাকা থেকে এক ব্যক্তিকে ১৮ লিটার আসাম মদ ও একটি ইলেকট্রিক রিকশা সহ গ্রেপ্তার করল আবগারি দপ্তর। এদিনের এই অভিযানের নেতৃত্ব দেন আবগারি দপ্তরের কোচবিহার সার্কেলের সুপারিনটেনডেন্ট একলব্য চক্রবর্তী, সঙ্গে ছিলেন আবগারি দপ্তরের বক্সিরহাট ওসি মিরাজুল হক, এসআই রতন অধিকারী সহ অন্যান্য আধিকারিক বৃন্দ এবং কর্মীরা। সুপারিনটেনডেন্ট একলব্য চক্রবর্তী জানান, ধৃতের বিরুদ্ধে আবগারি আইনের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।