খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ অক্টোবর, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে চলছে তৃতীয় তথা শেষ দফার বিধানসভা ভোট। মঙ্গলবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তৃতীয় দফায় ৪০টি আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ২৪টি আসন জম্মুর অংশে। বাকি ১৬টি আসন কাশ্মীর উপত্যকায়।
সেগুলি মূলত বারমুলা এবং কুপওয়ারা জেলায়। তৃতীয় দফায় ভোট যাতে শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।প্রায় এক দশক পর জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হচ্ছে। শেষবার ভোট হয়েছিল ২০১৪ সালে। তার পর ২০২৪ সালে তিন দফায় বিধানসভা ভোট হচ্ছে ভূস্বর্গে।
প্রথম দফার ভোট হয়েছিল ১৮ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফার নির্বাচন হয়। আর এদিন সকাল থেকে তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিন দুই প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তারা চাঁদ এবং মুজাফ্ফর বেগ-সহ ৪১৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ৩৯.১৮ লক্ষেরও বেশি মানুষ। গণতন্ত্রের উৎসবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এদিন সোশাল মিডিয়ায় বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি লেখেন, ‘জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে আজ তৃতীয় ও শেষ দফার ভোট। গণতন্ত্রের উৎসবকে সফল করতে সকল ভোটারদের এগিয়ে এসে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি নিশ্চিত যে তরুণ বন্ধুরা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তারা ছাড়াও নারী শক্তি বিপুল সংখ্যায় ভোটে অংশগ্রহণ করবে।’
সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ বিলোপ করার পর এই প্রথম বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে। এনসির সঙ্গে জোট বেঁধে লড়ছে কংগ্রেস। লড়াইয়ে আছে মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি), বিজেপি এবং বেশ কিছু ছোট দল।