দিনহাটা, ১৩ জানুয়ারিঃ পিকআপ ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ২। এদিন রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটার পুটিমারি চেকপোস্ট এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। আহত দুজন বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় দিনহাটা মহাকুমা হাসপাতালে ভর্তি রয়েছে।
ঘটনায় বিবরণে জানা গিয়েছে, এদিন রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ দিনহাটা থেকে একটি পিকআপ ভ্যান কোচবিহার দিকে যাচ্ছিল অপরদিক থেকে আসা একটি বাইকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়ে যায় বাইকে থাকা দুজন আরোহী। গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্থ পিকআপ ভ্যান ও বাইক টিকে উদ্ধার করে নিয়ে আসে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকাজুড়ে।