খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪ জুলাই: ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক অনুষ্ঠানে ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ মোদির হাতে লিজিয়ঁ দ্য অনারের গ্র্যান্ড ক্রস তুলে দেন। প্রসঙ্গত, প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে লিজিয়ঁ দ্য অনারের সম্মান পেলেন তিনি। সর্বোচ্চ সম্মান দেওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
দু’দিনের জন্য ফ্রান্স সফরে গিয়েছেন মোদি। বৃহস্পতিবার বিখ্যাত এলিস প্যালেসে মোদির জন্য বিশেষ নৈশভোজের ব্যবস্থা করেছিলেন ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজেট ম্যাক্রোঁ। সেই নৈশভোজের অনুষ্ঠানেই তাঁকে লিজিয়ঁ দ্য অনারে ভূষিত করা হয়। তারপরেই ফ্রান্সে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণও দেন প্রধানমন্ত্রী।
একাধিক ঘোষণা করে তিনি জানান মার্সেইতে একটি কনসুলেট খুলতে চলেছে ভারত। পাশাপাশি ফ্রান্সে পড়াশোনা করা ভারতীয়দের জন্য পাঁচ বছরের ওয়ার্ক ভিসার কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আগে এই ভিসার মেয়াদ ছিল দু’বছর। প্রসঙ্গত, শুক্রবার ফ্রান্সের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মোদি।