স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশবাসীকে ‘হর ঘর তেরঙ্গা’ অভিযানে অংশ নিতে আর্জি মোদির

0
47

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৩ অগাস্ট, নয়াদিল্লিঃ স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীকে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে সামিল হওয়ার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল পিকচার বদলে তেরঙ্গা করলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গেই সকলকে নিজেদের সোশ্যাল মিডিয়ার ছবিতে তেরঙ্গার ছোঁয়া রাখার আর্জি জানালেন তিনি।

১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান অংশ নেওয়ার জন্যও দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি। রবিবার সকালে টুইটারে সকলের উদ্দেশে প্রধানমন্ত্রীর আহ্বান, ‘আসুন, ‘হর ঘর তেরঙ্গা’ অভিযানের উদ্দীপনায় আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার ডিপি বদলাই। এবং দেশের সঙ্গে আমাদের বন্ধন দৃঢ় করার এই অভিনব প্রচেষ্টার দিকে আমাদের সমর্থনকে বাড়িয়ে দিই।’

তিরঙ্গার সঙ্গে ছবি harghartiranga.com-এ আপলোড করারও অনুরোধ জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত বছর স্বাধীনতার হীরক জয়ন্তী বর্ষে দেশজুড়ে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালনের সময়ও একই আর্জি জানিয়েছিলেন মোদি। সেই ডাকে সাড়াও দিয়েছিলেন দেশের বেশিরভাগ জনতা।

শুক্রবার ১১ আগস্টও এই আর্জি জানিয়েছিলেন মোদি। তিনি লিখেছিলেন, ‘স্বাধীনতা ও জাতীয় ঐক্যের প্রেরণার প্রতীক তেরঙ্গা। প্রত্যেক ভারতীয়র আবেগময় সংযোগ রয়েছে তেরঙ্গার সঙ্গে। এবং এটা আমাদের জাতীয় প্রগতির জন্য আরও কঠোর শ্রমের জন্য উদ্দীপ্ত করে।’

ভারতের ৭৬তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লার বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গোটা দেশের প্রায় ১৮০০ বিশেষ অতিথি। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বছর স্বাধীনতা দিবসে দিল্লির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন গ্রামের পঞ্চায়েত প্রধান, শিক্ষক-শিক্ষিকা, নার্স, কৃষক, মৎস্যজীবী, সন্ন্যাসীরা। যারা সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট তৈরিতে সাহায্য করেছিলেন, তাঁদের প্রত্যেককে অনুষ্ঠানে হাজির করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here