৭৮-এ পা সোনিয়া গান্ধির, এক্স হ্যান্ডেলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদি

28

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ ডিসেম্বর, নয়াদিল্লিঃ শনিবার ৭৮ বছরে পা রাখলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। আর দেশের অন্যতম প্রভাবশালী নেত্রীকে সকাল থেকেই জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী থেকে শুরু করে বিশিষ্টজনেরা। সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

এদিন সকালে এক্স হ্যান্ডেলে প্রাক্তন কংগ্রেস নেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। সোনিয়া গান্ধির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন, “সোনিয়া গান্ধিজিকে তাঁর জন্মদিনের অভিনন্দন। প্রার্থনা করি, তিনি আরও সুস্থ ও দীর্ঘ জীবন পান।” কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে থেকে বর্ষীয়ান কংগ্রেস নেতা শশী থারুর-সহ দলের প্রবীণ নেতারাও সনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক বছর ধরেই ধুমধামের সঙ্গে জন্মদিন পালন করা বন্ধ করে দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। তাই ৭৮তম জন্মদিন তিনি নিজের পরিবারের সঙ্গেই পালন করবেন। গত বছর, সোনিয়া গান্ধির ৭৭ তম জন্মদিন রাজস্থানের রণথম্ভোরে উদযাপিত হয়েছিল। সেই সময় সেখানে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ চলছিল।

তাই রণথম্ভোরেই পরিবার ও দলীয় কর্মীদের সঙ্গে জন্মদিন উদযাপন করেন সোনিয়া।শারীরিক অসুস্হতার কারণে গত কয়েক বছর ধরেই রাজনীতিতে নিষ্ক্রিয় সোনিয়া। সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা ভোটেও প্রচারে যাননি। তবে গত ৭ ডিসেম্বর অসুস্থ শরীর নিয়েও তেলঙ্গানার মুখ্যমন্ত্রী পদে রেবন্থ রেড্ডির শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন।