ম্যাচ শেষে ভারতীয় ড্রেসিংরুমে হাজির মোদি, মনোবল বাড়াতে বুকে টেনে নিলেন সামিকে

0
99

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ নভেম্বর, আহমেদাবাদঃ রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। টানা ১০ ম্যাচ অপরাজিত থেকেও সোনালি ট্রফির স্বপ্নপূরণ হল না টিম ইন্ডিয়ার। পরাজয়ের পর মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন অনেক ক্রিকেটার। গ্যালারিতেও দেখা যায় বহু চোখের জলে ভেজা মুখ।

নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে ফাইনাল দেখতে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিজে বিশ্বজয়ী অজি অধিনায়ক প্যাট কামিন্সের হাতে বিশ্বকাপ তুলে দেন। এরপর ভারতীয় ড্রেসিংরুমে পৌঁছে যান মোদি। ক্রিকেটারদের বুকে জড়িয়ে ধরেন, মুছিয়ে দেন তাদের চোখের জল। মোদি সকলকে সান্ত্বনা দেন। উদ্বুদ্ধ করেন ক্রিকেটারদের, হাত মেলান সকলের সঙ্গে। কান্নায় ভেঙে পড়া সামিকে নিজের বুকে টেনে নেন প্রধানমন্ত্রী।

বিশ্বকাপে সকলের মন জিতেছেন মহম্মদ সামি। সর্বোচ্চ উইকেটপ্রাপক হলেও অধরা থেকে গিয়েছে বিশ্বকাপ ট্রফি। প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন ভারতীয় দলের জোরে বোলার। সামি লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে গতকাল দিনটি আমাদের ছিল না। গোটা টুর্নামেন্টে আমাদের সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই। ড্রেসিংরুমে এসে মনোবল বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। আমরা কামব্যাক করব।’

মহম্মদ সামির পাশাপাশি টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও সোশ্যাল মিডিয়া সাইটে মোদির ভারতীয় ড্রেসিংরুমে আসার ছবি শেয়ার করেছেন।  জাদেজা লিখেছেন, ‘আমাদের একটা দুর্দান্ত টুর্নামেন্ট কেটেছে। কিন্তু গতকাল একধাপ দূরে আমরা থেমে গিয়েছি। আমাদের সকলের হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। গতকাল ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে আমাদের মনোবল বাড়িয়েছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here