খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ নভেম্বর, নয়াদিল্লি: আঙুল কেমন আছে? মঙ্গলবার সংসদে দেখা হতেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাল্টা সৌজন্যে মোদিরও স্বাস্থ্যের খোঁজ নিলেন লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের মুখ্য সচেতক কল্যাণ। মঙ্গলবার সংবিধান দিবস উপলক্ষে সংসদে যান প্রধানমন্ত্রী মোদি।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যখন তিনি সংসদে ঢুকছিলেন, সেসময় উলটো দিক থেকে আসছিলেন কল্যাণ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদকে দেখে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, ‘‘আপনার আঙুল কেমন আছে (অঙ্গুঠা ক্যায়সা হ্যায়)?’’ জবাবে হাসিমুখে কল্যাণও পালটা প্রশ্ন করেন, “একদম ঠিক আছে। আপনি কেমন আছেন?” ঘাড় নেড়ে প্রধানমন্ত্রীও বুঝিয়ে দেন, সব ঠিক আছে।
এই কুশল বিনিময়ের পরেই রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে এগিয়ে যান প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে পরে কল্যাণ বলেন, ‘‘এটাই তো শিষ্টাচার। এটাই তো সৌজন্য।’’মাস দেড়েক আগে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক হয়েছিল। সেই সময় রীতিমত মেজাজ হারিয়ে কাচের বোতলে নিজের হাত কেটে ফেলেছিলেন কল্যাণ। পরে তাঁর হাতে বেশ কয়েকটি সেলাই পড়ে।
দীর্ঘদিন সেই ক্ষত রয়ে গিয়েছিল।ক্রুদ্ধ হয়ে নিজেই নিজের আঙুল কেটে ফেলা নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্নে কি একটু বিব্রত বোধ করেছিলেন কল্যাণ? শ্রীরামপুরের সাংসদ জানিয়েছেন, একেবারেই বিব্রত হননি। বরং তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘‘একদম ঠিক আছি।’’ যদিও কারও কিছু হলে মোদীর খবর নেওয়াটা নতুন নয়।
বছর কয়েক আগেই তৃণমূলের প্রতিনিধি দল মোদীর কাছে একটি স্মারকলিপি জমা দিতে গিয়েছিল। সেই দলে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেই সময় তাঁর চোখের অপারেশন হয়েছিল। মোদী তাঁর চোখের খোঁজ খবর নিয়েছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনার চোখ কেমন আছে?’ মোদী নিয়ে উদ্যোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়েরও খোঁজ খবর নিয়েছিলেন।