বাংলাদেশ সেনায় বড় বদল, বরখাস্ত হলেন হাসিনা ‘ঘনিষ্ঠ’ মেজর জেনারেল জিয়াউল

0
191

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ আগস্ট, ঢাকা: হাসিনা জমানার অবসান হতেই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় বদল। চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তথা হাসিনা ঘনিষ্ঠ মেজর জেনারেল জিয়াউল আহসানকে। পাশাপাশি কট্টর ভারত বিরোধী ও পাকিস্থানপন্থী হিসাবে পরিচিত আধিকারিকদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

প্রসঙ্গত, মেজর জেনারেল জিয়াউলের বিরুদ্ধে ফোনে আড়িপাতা এবং গুপ্তহত্যায় হাসিনাকে মদত দেওয়ার সরাসরি অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারী পড়ুয়া ও বিরোধী নেতারা। পাশাপাশি, সরাসরি সেনার নিয়ন্ত্রণ থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদেও পাঠানো হয়েছে কয়েক জন শীর্ষস্তরের অফিসারকে।

লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ সাইফুল আলমকে সেনা থেকে সরিয়ে পাঠানো হয়েছে বিদেশ দফতরে! আর এক লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে পাঠানো হয়েছে।

এছাড়া লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামিমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি (ন্যাশনাল ডিফেন্স কলেজ) এবং মেজর জেনারেল এএসএম রিজওয়ানুর রহমানকে এনটিএমসি (ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার)-র ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে নয়া নির্দেশিকায়।তাৎপর্যপূর্ণ ভাবে অপসারিত এবং বদলি হওয়া অফিসারদের অধিকাংশই হাসিনার ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here