হাঙ্গামা করে সাংসদদের বলার অধিকার কাড়া হচ্ছে! সংসদ চত্বরে বিরোধীদের ঝাঁজাল আক্রমণ মোদির

43

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৫ নভেম্বর, নয়াদিল্লি: শীতকালীন অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে দাঁড়িয়ে ঝাঁজাল সুরে বিরোধীদের আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিযোগ করলেন,  কিছু বিরোধী দল সুষ্ঠু আলোচনা চায়। তবে মুষ্টিমেয় কিছু লোক নিজেদের স্বার্থে গুন্ডামি করে সংসদকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। নিজের বক্তব্যে শীতকালীন অধিবেশনের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বলেন, “২০২৪ সালে এটাই সংসদের শেষ অধিবেশন।” সব সাংসদকে এই অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তার পরেই বিরোধীদের তোপ দাগেন মোদি। বলেন, “সংসদে সাংসদদের বলার অধিকার কেড়ে নিচ্ছেন কয়েক জন। এঁরাই সংসদে হাঙ্গামা বাধাচ্ছেন। ফলে বলার সুযোগ পাচ্ছেন না নতুন সাংসদেরা। সংসদের নিয়ন্ত্রণ এই সাংসদেরা হাতে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন।”

প্রধানমন্ত্রী আরও বলেন, ”সংসদের মধ্যে এই সব লোকেদের গুণ্ডামির সাজা জনতা ভোটের বাক্সে দিয়ে দেয়। এরা দেশের গণতন্ত্রকে সম্মান করে না। নিজেরাও কাজ করে না অন্যদেরও করতে দেয় না। বিরোধীদের কাছে অনুরোধ করব জনগণের আবেগকে সম্মান করুন। বিরোধীদের উচিৎ জনগণের সমস্যার পক্ষে লড়াই করা। কিন্তু বিরোধীরা তা করছে না। দেশের জনগণের সমস্যা এদের কাছে কোনও গুরুত্ব পায় না।”

মোদি অবশ্য বিরোধী সাংসদদের একাংশের প্রশংসাও করেছেন। তিনি বলেন, “বিরোধী সাংসদদের কেউ কেউ সংসদে দায়িত্বশীল আচরণ করেন। তাঁরা চান সংসদের কাজ মসৃণ ভাবে পরিচালিত হোক। কিন্তু যাঁরা মানুষের দ্বারা বার বার প্রত্যাখ্যাত, তাঁরা সঙ্গীদের বক্তব্যও উপেক্ষা করেন।”