খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৩ জুলাইঃ বিয়ের দিন শুধুই ফুল,সিঁদুর আর মঙ্গলধ্বনি নয়–ধ্রুব বিকাশ মাইতির বিয়ের দিনটি হয়ে উঠলো এক কাব্যিক বিপ্লবের সাক্ষী। দেবনগর গ্রামের কবি ধ্রুব বিকাশ তাঁর বিয়ের দিনে প্রকাশ করলেন নতুন কাব্যগ্রন্থ ‘চোখের ভিতরে মাছরাঙা’ যেখানে প্রেম,প্রকৃতি ও প্রতিশ্রুতি বুননে গড়ে উঠেছে কবিতার জগৎ।
পূর্বে একদিন পাঁচটি কাব্যগ্রন্থ প্রকাশ করে, ইন্ডিয়ান বুক অফ রেকর্ড এ নাম তোলা ধ্রুব এবারও ছমক দিলেন ভিন্ন আঙ্গিকাকে। শুভপরিণয়ের মুহূর্তে,জীবনের সবচেয়ে আবেগঘন সময়ে তিনি সাহিত্যের মাধ্যমে প্রেমিকে রুপ দিলেন শব্দের শরীর।
এই বইয়ের উৎসর্গপত্রেই ধারা আছে তাঁর প্রেমের নিঃশব্দ ভাষ্য। কবির কথায় আমার স্ত্রী অনুস্কা কবিতা খুব ভালোবাসে। তাই ওর জন্য এই বিয়ের দিনে আমার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার হিসেবে এই বই উৎসর্গ করলাম। গ্রন্থে সুন্দরবনে প্রকৃতি, নদ-নদী, মাছরাঙা পাখির প্রতীকী, চোখের ভেতরে মাছরাঙা শুধু একটি কাব্যগ্রন্থে নয়, একটি ভালবাসাকে শব্দের রুপ দেওয়ার এক অনবদ্য প্রচেষ্টা।