এসএসসি নিয়ে কোচবিহারেও তৎপর পুলিশ,প্রশাসন

25

কোচবিহার, ৭ সেপ্টেম্বরঃ কোচবিহার জেলাতেও কড়া নজরদারির ব্যবস্থা হল এসএসসি পরীক্ষা ঘিরে। বিগত বেশ কয়েক বছর পর এবার এসএসসি পরীক্ষা হচ্ছে।  রবিবার পরীক্ষা শুরুর আগে থেকেই নিরাপত্তা খতিয়ে দেখতে নামেন জেলার পুলিশ সুপার সহ অফিসাররা।

বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যান তারা। কোচবিহার কলেজ থেকে জেলার সমস্ত পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে ছিল নজরদারি।পরীক্ষার্থীদের নথী যাচাইয়ের ব্যবস্থা।সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য কোচবিহার পুলিশ,প্রশাসনের তৎপরতা চোখে পড়েছে।