জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ মধুচক্রের আসর থেকে দুই যুবতী সহ এক যুবককে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়ী এলাকায়। এদিন ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
জানা গেছে, রবিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ি এলাকায় মধুচক্রের আসরে হানা দেয় ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ। মধুচক্রের আসর থেকে মুর্শিদাবাদ এলাকার দুই যুবতী সহ এক যুবককে আটক করে পুলিশ। তারপর তাদের নিয়ে আসা হয় গঙ্গারামপুর থানায়।
এদিন গঙ্গারামপুর থানার পুলিশ ধৃত ২ যুবতি সহ এক যুবককে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।