ফিরহাদ হাকিমের সই জাল করে দিয়েছিলেন চাকরি! গ্রেপ্তার সরকারি কর্মী

105

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, কলকাতা, ২ ডিসেম্বরঃ খোদ মন্ত্রীর সই জাল করে চাকরি দিতে গিয়ে গ্রেপ্তার হলেন এক সরকারি কর্মী। জানা গিয়েছে, এক ব্যক্তিকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তিন লাখ টাকা নিয়েছিল ওই অভিযুক্ত। আর নিয়োগপত্রে ছিল ফিরহাদ হাকিমের জাল সই।

সম্প্রতি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের সই করা নিয়োগপত্র নিয়ে আলিপুর জেল মিউজিয়ামে গিয়েছিলেন এক যুবক। কিন্তু যুবকের সঙ্গে থাকা নিয়োগপত্রটি দেখে সন্দেহ হয় কর্তৃপক্ষের। সেটি খতিয়ে দেখার পর ফিরহাদকে ফোন করেন আলিপুর জেল কর্তৃপক্ষ। কিন্তু নিয়োগপত্র দেওয়ার কথা অস্বীকার করেন মন্ত্রী। বিষয়টি খতিয়ে দেখার জন্য আলিপুর থানাকে অনুরোধ করেন তিনি।

তদন্তে নামে পুলিশ। চাকরিপ্রার্থী যুবকের সূত্রে জানা যায়, তিন লক্ষ টাকার বিনিময়ে তাঁকে নিয়োগপত্রটি দিয়েছিলেন প্রভাকর নায়েক নামের এক ব্যক্তি। জানা যায় তিনি ভারতীয় জাদুঘরের চতুর্থ শ্রেণির কর্মী। গত বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। আলিপুর আদালত অভিযুক্তকে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত কি না, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, ফিরহাদের পুর ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীনস্ত সংস্থা হিডকো। আর এই সংস্থাই আলিপুর জেল মিউজিয়ামের তত্ত্বাবধান করে। সম্ভবত সেই কারণেই বিশ্বাসযোগ্যতা তৈরি করতে ভুয়ো নিয়োগপত্রে ফিরহাদের নকল সই এবং সিলমোহর রাখা হয়েছিল বলে মনে করা হচ্ছে।

এই প্রথমবার নয়, এর আগেও কলকাতার মেয়রের সই, এমনকী, সিল পর্যন্ত জাল করে টাকার বিনিময়ে পুরসভার চাকরি বিক্রির ঘটনা প্রকাশ্যে এসেছিল। সেই ঘটনায় লক্ষ লক্ষ টাকার প্রতারণা চক্রের খোঁজ পেয়েছিল নিউ মার্কেট থানার পুলিশ।