খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ সেপ্টেম্বর, কলকাতা: আর জি কর নিয়ে আন্দোলনের মধ্যেই শহর কলকাতায় শ্লীলতাহানির অভিযোগ। বাইপাস লাগোয়া এক নামী হোটেলে এক সঙ্গীতশিল্পীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনায় প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়েরের পর ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ, ২ আগস্ট প্রায় মাঝরাতে ঘটনাটি ঘটে সায়েন্স সিটির কাছে থাকা এক নামী বহুজাতিক হোটেলে। সেখানে জন্মদিনের এক পার্টি চলছিল। অভিযোগকারিনী টেলিভিশনের জনপ্রিয় গানের প্রতিযোগিতার ফাইনালিস্ট ছিলেন। তিনি ও তাঁর বোন হেনস্তার শিকার হন। ডান্স ফ্লোরে তাঁদের সঙ্গে অশালীন আচরণ করা হয়। হুমকিও নাকি দেওয়া হয়।
অভিযোগ পেয়েই বিষয়টির তদন্ত শুরু করে প্রগতি ময়দান থানার পুলিশ। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগকারিণী পুলিশকে জানিয়েছেন, তাঁরা ওই ঘটনার পর হোটেল কর্তৃপক্ষের কাছে ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ চাইলেও তাঁদের তা দেওয়া হয়নি।
পুলিশ সূত্রে খবর ওই দুই অভিযুক্তের একজনের নাম অরুণ কুমার। তাঁর বয়স ৬০। তিনি একজন প্রবাসী ভারতীয়। থাকেন ইতালিতে। বাড়ি দিল্লির প্রীতমপুরা এলাকায়। দ্বিতীয় জনের নাম রিঙ্কু গুপ্তা। তাঁর বয়স ৪৩। বাড়ি কলকাতার বৌবাজার এলাকায়। পুলিশ দু’জনের বিরুদ্ধেই তদন্ত শুরু করেছে।
কিছুদিন আগে দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ের রাস্তায় এক বাইক আরোহীর হাতে আক্রান্ত হন টলিউড অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। পায়েলকে হেনস্তা এবং গাড়ি ভাঙার অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়। যেখানে আরজি কর কাণ্ডের পর মহিলাদের সুরক্ষার দাবিতে সোচ্চার হয়েছে গোটা বাংলা সেখানে কলকাতার বুকে ফের শ্লীলতাহানির ঘটনায় উদ্বিগ্ন নাগরিক সমাজ।