শিলিগুড়ি, ১৩ অক্টোবরঃ দীপাবলির মরশুম ঘনিয়ে আসতেই নিষিদ্ধ শব্দবাজি রুখতে কঠোর পদক্ষেপ শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সেই অভিযানের অঙ্গ হিসেবেই ভক্তিনগর থানার পুলিশের হাতে বড়সড় সাফল্য এল। শনিবার রাতে অভিযান চালিয়ে ৩৮ কেজি নিষিদ্ধ শব্দবাজি সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম গণেশ বিশ্বকর্মা, বাড়ি ভক্তিনগর থানার সরোজিনী পল্লি এলাকায়। অভিযোগ, দীপাবলির আগে বিপুল পরিমাণ শব্দবাজি ওদলাবাড়িতে পাচারের পরিকল্পনা করেছিল গণেশ। সেই পরিকল্পনা অনুযায়ী শুক্রবার রাতে সে শিলিগুড়ির পিসিমিত্তাল বাসটার্মিনালে পৌঁছেছিল এবং বাজি বোঝাইয়ের জন্য গাড়িও এসে গিয়েছিল।
তবে ঠিক সেই সময়ই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ। গণেশকে দেখে সন্দেহ হলে তল্লাশি চালানো হয় এবং তার ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ৩৮ কেজি নিষিদ্ধ শব্দবাজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪১ হাজার টাকা।
ঘটনার পর বাজি বাজেয়াপ্ত করে গণেশ বিশ্বকর্মাকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, ওই বাজি দীপাবলির আগে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।
ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পেছনে বড় কোনও চক্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দীপাবলি সামনে রেখে এলাকাজুড়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে।




