খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ অগাস্ট, কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পড়ুয়ার রহস্য মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে পুলিশের জালে ধরা পড়েছেন মোট ১২ জন। শুক্রবার রাতে তিনজনকে হেপাজতে নিয়েছে পুলিশ। শনিবার তাঁদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের আগামী ৩১ আগস্ট পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।
শনিবার আলিপুর আদালতে সরকারি আইনজীবীরা বলেন, ‘সবাই মিলে পরিকল্পনামাফিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ওই পড়ুয়াকে খুন করেছে। যারা ধরা পড়ছে, তারা অপরাধী হিসাবে সফল। কিন্তু অভিনেতা হিসাবে ব্যর্থ।’ উল্লেখ্য, গ্রেপ্তার হওয়া তিনজনের কাছ থেকে তিনটি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ।
প্রসঙ্গত, যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় শেখ নাসিম আক্তার, হিংমাশু কর্মকার, সত্যব্রত রায় নামে তিনজনকে শুক্রবার গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে শেখ নাসিম যাদবপুরের প্রাক্তনী। বাকি দু’জন এখনও বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন। শুক্রবার এই তিনজনকেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল।
সূত্রের খবর, তিন জনের বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেপ্তার করা হয়। এই নিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর তদন্ত যত এগোচ্ছে, ততই প্রকাশ্যে আসছে নতুন তথ্য। শুক্রবার হস্টেলের মেস কমিটির বহু পড়ুয়াকেই তলব করে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি।
এদের মধ্যে ৯ আগস্ট রাতের ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী ও কয়েকজন প্রথম বর্ষের ছাত্র ও সন্দেহভাজনরাও ছিলেন। কয়েকজন প্রথম বর্ষের পড়ুয়া জানিয়েছেন, মৃত পড়ুয়ার মতো তাঁদেরও মানসিক নির্যাতন করা হয়েছে হস্টেলে।