মাথাভাঙ্গায় বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া ১২টি তাজা বোমা নিষ্ক্রিয় করল পুলিশ

27

মাথাভাঙ্গা, ২৫ মেঃ বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করা হলো মাথাভাঙ্গায়। এদিন মাথাভাঙ্গার শনিমন্দির মোড় এলাকায় সুটুঙ্গা নদীর ঘাটে উদ্ধার হওয়া বোমা গুলি নিষ্ক্রিয় করা হয়। বোমা গুলি নিষ্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা।

এদিন বোমা নিষ্ক্রিয় করার সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য সেখানে দমকল এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও উপস্থিত ছিলেন। জানা গেছে, আলিপুরদুয়ার থেকে সি,আই,ডি বোম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা এসে সেখানে বোমা গুলি নিষ্ক্রিয় করে‌।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাথাভাঙ্গা থানা এলাকা থেকে বিভিন্ন সময় মাথাভাঙ্গা থানার পুলিশ বোমা উদ্ধার করে। উদ্ধার ১২টি বোমা আজ বোম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা নিষ্ক্রিয় করে। বোমাগুলো নিষ্ক্রিয় করার সময় এলাকায় পুলিশের তরফে এলাকায় মাইকিং করে এলাকা ফাঁকা করে দেওয়া হয় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে।