জলপাইগুড়ি, ২ সেপ্টেম্বর : অনুমতি ছাড়াই স্কুলে পুলিশ, আতঙ্কিত শিশুরা, কেনো এত সক্রিয়তা? প্রশ্ন তুলে জেলা শাসকের দ্বারস্থ শিক্ষক সংগঠন।সোমবার শিক্ষকদের সংগঠন এ বি টি এর জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে গত ২৩ শে আগস্ট জলপাইগুড়ির সুনীতি বালা বালিকা বিদ্যালয়ে ঘটে যাওয়া একটি ঘটনার ব্যাপারে জেলাশাসক কে অবগত করতে প্রতিনিধি মূলক সাক্ষাৎ করে।
এই প্রসঙ্গে সংগঠণের জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় বলেন, আর জি কর কাণ্ডের পর যখন গোটা রাজ্যে এর বিচার চাইছে, রোজদিন পথে নেমে সাধারণ মানুষ থেকে ছাত্র, যুব, মহিলারা প্রতিবাদ করছে ঠিক সেই সময় গত ২৩ শে আগস্ট স্কুল কর্তৃপক্ষের কোনো অনুমতি এবং ডাক ছাড়াই জলপাইগুড়ি পুলিশ স্কুলে ঢুকে শিশুদের সঙ্গে কিছু বলার চেষ্টা করে, বর্তমানে এই রাজ্যের যা অবস্থা তার পরিপ্রেক্ষিতে স্বাভাবিক ভাবে শিশুরা আতঙ্কিত হয়ে পরে, ঘটনা দেখতে পেয়েই স্কুলের শিক্ষিকারা ছুটে এসে পুলিশ কে বিরত করে শিশুদের সঙ্গে কথা বলতে।
এমন ঘটনা কখনই কাম্য নয় এই মুহূর্তে, আর জি কর কাণ্ডের পর হঠাৎ কেনো এত সক্রিয়তা পুলিশের? কোনো অনুমতি বা ডাক ছাড়াই তারা স্কুলে ঢুকে পরছে, তাহলে কি আর জি কর কাণ্ডের প্রতিবাদে গর্জে ওঠা সাধারন মানুষ থেকে শিশুদের ভয় দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে পুলিশ।