তৃণমূল কর্মী খু*নে মূল অভিযুক্তকে গ্রেফতার করে আজ মালদা জেলা আদালতে পেশ করল কালিয়াচক থানার পুলিশ

50

মালদা, ১৮ জানুয়ারি : মালদহের কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত জাকির শেখ কে গ্রেফতার করে আজ মালদা জেলা আদালতে পেশ করল কালিয়াচক থানার পুলিশ। গতকাল রাত্রেই তাকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, গত মঙ্গলবার মালদহের কালিয়াচক থানার নওদা যদপুর এলাকায় হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ ওঠে। সেই সঙ্গে অঞ্চল সভাপতি বকুল শেখ সহ আরো কর্মী আহত হয়। এই ঘটনার তদন্ত নেমে পুলিশ আমির হামজা নামে এক যুবককে আগেই গ্রেফতার করেছিল পুলিশ কিন্তু মূল অভিযুক্ত জাকির শেখ ছিল পলিতক। শেষমেষ প্রায় ৭২ ঘন্টা পর জাকির শেখকে গতকাল রাত্রে যদুপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি।

বিজেপির অভিযোগ শুধু জাকির শেখ নয় এই ঘটনায় আরো যারা যুক্ত তাদের প্রত্যেককে সামনে আনা হোক। যদিও পাল্টা তৃণমূলের দাবি পুলিশ যথেষ্ট এক্টিভ। ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুষ্কৃতীদের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস পাল্টা তৃণমূলকে কটাক্ষ জেলা কংগ্রেসের।