খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ জুলাই, দক্ষিণ দিনাজপুর: অসহায় খোদ রাজ্য পুলিশকর্মী। অসহায়তার কথা জানালেন বিজেপির রাজ্য সভাপতিকে। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের জয়দেবপুর বুথে তৃণমূলের লোকেরা ছাপ্পা ভোট দিচ্ছেন এই অভিযোগ পেয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই বুথে ছুটে যান। তখনই সেখানে দায়িত্বে থাকা রাজ্য পুলিশের কর্মী কৃষ্ণমোহন ঝা সুকান্তের গাড়ির কাছে এসে কাতর স্বরে দায়িত্ব থেকে সরে যাওয়ার আর্জি জানান।
কৃষ্ণমোহন জানান তিনি শিলিগুড়ি কমিশনারেট থেকে এসেছেন। এই অঞ্চলের কাউকেই তিনি চেনেন না। ছাপ্পা দেওয়ার প্রতিবাদ করায় শাসক দলের লোকেরাই তাঁকে মেরে ফেলার জন্য শাসাচ্ছেন বলে অভিযোগ কৃষ্ণমোহনের। ঘটনায় ভীতসন্ত্রস্ত ওই পুলিশ কর্মী সুকান্ত মজুমদারকে তাঁর আতঙ্কের কথা জানান। সেই সময়ে সুকান্তকে বলতে শোনা যায়, ‘‘আপনার হাতে তো লাঠি রয়েছে, ব্যবহার করছেন না কেন।’
কৃষ্ণমোহনের দাবি, এই বিষয়ে তিনি ফোন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কেউ কিছু জানাননি। তিনি বলেন, ‘‘আমাকে মেরে ফেলবে বলছে। পুলিশকর্তাদের ফোন করেছি। তারা কিছুই বললেন না।’’ পরে সুকান্ত মজুমদার বলেন, “গঙ্গারামপুরের ঘটনা দেখিয়ে দিল, কোথাও কোথাও সৎ পুলিশ কর্মীরা প্রতিবাদ করলে তাঁরাও কতটা অসহায়।’’