খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুলাই, কোচবিহার: সাফল্য পেলো কুচলিবাড়ি থানা। উদ্ধার হল হারিয়ে যাওয়া একটি মোবাইল। মাস দুয়েক আগে বাড়ি থেকে কর্মক্ষেত্রে বেড়িয়ে নিজের মোবাইল হারিয়ে ফেলেন ১০৮ ছোট কুচলিবাড়ি এলাকার সফিকুল ইসলাম নামে এক টোটোচালক।
অনেক খোঁজাখুঁজির পর মোবাইলের কোনো সন্ধান মেলেনি। সেই দিনেই দিশাহীন হয়ে কুচলিবাড়ি থানায় মোবাইল হারিয়ে যাওয়ার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও মোবাইলটি ফিরে পাবেন, এমনটা স্বপ্নেও ভাবেননি তিনি।
অবশেষে সেই অসাধ্য সাধন করে দেখাল কুচলিবাড়ি থানার পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে মনিটারিং সেলের মাধ্যমে মোবাইলটি ট্র্যাকিং এর চেষ্টা করা হয়। অবশেষে দুই মাস পর সন্ধান মেলে সফিকুল বাবুর হারিয়ে যাওয়া মোবাইলটির।
মঙ্গলবার কুচলিবাড়ি থানার ওসি কাজল দাস নিজেই উদ্ধার হওয়া সেই মোবাইলটি তুলে দেন সফিকুলবাবুর হাতে। হারিয়ে যাওয়া মোবাইল বিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন সফিকুল।