একটি অটো থেকে ৯ বস্তা ঝাড়খণ্ড লটারির টিকিট বাজেয়াপ্ত করে পুলিশ

46

পশ্চিম বর্ধমান, ২৩ জুলাইঃ গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল কালিপাহাড়িতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ নাকা তল্লাশি করার  সময় একটি অটো থেকে ৯ বস্তা ঝাড়খণ্ড লটারির টিকিট বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনার পরেই পুলিশের আধিকারিকরা সাংবাদিক সম্মেলন করে জানায় এই ঘটনায় দক্ষিণ থানার পুলিশ অটো চালক ও একজনকে গ্রেপ্তার করে।

তবে এই লটারি আসানসোল থেকে পাণ্ডবেশ্বরে একজনকে সাফলাই করার কথা ছিলো বলে পুলিশের তরফে জানানো হয়। পুলিশ ধৃত দুজনকে গতকাল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে বলে জানা যায়।এই লটারি চক্রে কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত জোর কদমে শুরু করেছে পুলিশ।