যাদবপুর কাণ্ডে আরও ১০ পড়ুয়াকে থানায় তলব পুলিশের, চলছে জিজ্ঞাসাবাদ

0
43

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪ অগাস্ট, কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় আরও ১০ জনকে তলব করল পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন প্রথম বর্ষের কয়েক জন পড়ুয়া এবং হস্টেলের আবাসিক। অন্য দিকে, বাংলা বিভাগের এক পড়ুয়াকে ডেকে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধান কমিটি।

সেদিন রাতে ঠিক কী ঘটেছিল, সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। ইতিমধ্যেই তদন্তে পুলিশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। গত দু’দিন ধরে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সূত্রের খবর, প্রথম বর্ষের কয়েক জন পড়ুয়া এবং হস্টেলের আবাসিকদের মিলিয়ে ১০ জনকে থানায় ডেকে পাঠিয়েছিল পুলিশ। সেখানেই তাঁদের বয়ান রেকর্ড করা হচ্ছে।

জানা গেছে, তদন্তকারীদের নিশানায় আরও কয়েকজন রয়েছেন। তাঁদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে।
গত বুধবার রাতে যাদবপুরের মেন হস্টেলের এফ-২ ব্লকের তিনতলা থেকে নীচে পড়ে মৃত্যু হয় বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের। দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা ঘিরে উত্তাল রাজ্য।

পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে। যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরী ও দ্বিতীয় বর্ষের দুই পড়ুয়া দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষ এখন পুলিশের লকআপে। তাঁদেরও দফায় দফায় জেরা করা হচ্ছে। পুলিশ আদালতে জানিয়েছে, মৃত্যুর আগে মৃত পড়ুয়াকে অত্যাচার করা হয়েছে।

যাঁরা বুধবারের পর থেকে হস্টেল ছেড়েছেন, তাঁদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। ছাত্রমৃত্যুর সঙ্গে তাঁদের কোনও যোগ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে তা-ও। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল রবিবারই জানিয়েছিলেন, এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত চলছে। শীঘ্রই সব রহস্যের সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here