কালিয়াচকে তৃণমূল কর্মী খু*নের ঘটনার পর পুলিশ স্নিফার ডগের গন্ধের অনুভূতি ব্যবহার করে চালাচ্ছে তদন্ত

20

মালদা, ১৫ জানুয়ারিঃ মালদার ইংরেজবাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলার দুলাল সরকারের মৃত্যুর ১২ দিনের মাথায় মালদায় ফের শুট আউট। এবার নিশানা কালিয়াচক-১ নম্বর ব্লকের নওদা যদুপুর এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। গুলিবিদ্ধ হয়েছেন বকুল শেখ এবং আরও এক তৃণমূল কর্মী এসারুদ্দিন শেখ। অন্যদিকে, গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীর। এরপর আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায়, গতকাল কালিয়াচক এক ব্লকের দারিয়াপুর মোমিন পাড়ায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে প্রকাশ্যে খুন হন এক তৃণমূল কর্মী। গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন কালিয়াচক ১ নম্বর ব্লকের নওদা যদুপুর তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ ও তার ভাই তথা নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এসারুউদ্দিন শেখ। আজ সকালে দারিয়াপুর মোমিন পাড়ায় অর্থাৎ ঘটনাস্থলে পৌঁছায় ডগ স্কোয়াড টিম। স্নিফার ডগের গন্ধের অনুভূতি ব্যবহার করে চলছে তদন্ত। চলছে পুলিশের জিজ্ঞাসাবাদ।