খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ জুলাই, হলদিবাড়ি: ভোটকেন্দ্রে ব্যাপক ভাঙচুর এবং ব্যালট বাক্স লুটপাট করে বাইরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। হলদিবাড়ির দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১৫৬ নম্বর বুথের ঘটনা। জানা গিয়েছে, এই বুথে প্রথমে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিরোধীদের ভোট দিতে দিচ্ছিলেন না এরপরে বিরোধীরা এক হয়ে তৃণমূল দুষ্কৃতীদের তাড়া করে এবং তারপর বুথের ভিতর ঢুকে ব্যালট বাক্স লুটপাট করে তা বাইরে ফেলে দেয়।
ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রাণভয়ে বুথ ছেড়ে পালান ভোটকর্মীরা। বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ পর্ব। খবর পেয়ে মেখলিগঞ্জের এসডিপিও অরিজিৎ পাল চৌধুরী, হলদিবাড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী সেখানে যান। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ করে। থমথমে রয়েছে বুথ চত্বর।