খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ জুলাই, শিলিগুড়ি: মাদক তৈরির কারখানার দূষিত জল প্রবেশ করছে আশেপাশের বাড়িতে। তাতে সমস্যায় পড়ছেন স্থানীয়রা। প্রতিবাদে ঠাকুরনগর এলাকায় বিক্ষোভে শামিল হলেন স্থানীয়রা। জানা গিয়েছে, ঠাকুরনগর এলাকায় একটি মাদক তৈরির কারখানা রয়েছে। সেখান থেকে প্রতিনিয়ত দূষিত জল এলাকার বাড়িতে প্রবেশ করছে। সাথে ওই কারখানার একটি দেওয়াল বিপজ্জনক অবস্থায় রয়েছে। যেকোনো সময় তা ভেঙে পড়তে পারে।
এদিন ক্ষুব্ধ হয়ে কারখানার ভেতরে ঢুকে বিক্ষোভ দেখান বাসিন্দারা। খবর পেয়ে এনজেপি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।। বিষয়টি নিয়ে কারখানার জেনারেল ম্যানেজার জানান, বৃষ্টির জন্য জল উপচে বাইরে বেরিয়ে যাচ্ছে। এটা ইচ্ছাকৃত নয়। দ্রুত ব্যবস্হা নেওয়া হবে।