সঠিক সময় পায়রা মন্দিরে সরবরাহ না হওয়ায় পুজো অসম্পূর্ণ কোচবিহারের মদনমোহন মন্দিরে

73

কোচবিহার, ১ অক্টোবর: সঠিক সময় সরবরাহকারী পায়রা মন্দিরে না দেওয়ায় পুজো অসম্পূর্ণ থেকে গেল কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে। কিন্তু প্রায় দেড় ঘন্টা পর পায়রা আসায় তারপরে সেখানে পুজো হয় বলে জানা গিয়েছে।

জানা গেছে, রাজ আমল থেকেই প্রথা অনুযায়ী কোচবিহারের ঐতিহ্যবাহী মন্দির মদনমোহন মন্দিরের মা কালী ও মা তারার বলি দিয়ে পুজো দেওয়া হয়। কিন্তু ওই মন্দিরে প্রতিবছর বলির পায়রা নিয়ে আসার টেন্ডার দেওয়া হয় এক ব্যক্তিকে। কিন্তু সময় মতো সেই পায়রা না আসায় মদনমোহন মন্দিরে পুজো অসম্পূর্ণ থাকে। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে চাঞ্চল্য সৃষ্টি হয়।

যেখানে প্রতিদিনই দেখা যায় বেলা ১ টার মধ্যে পূজা সম্পন্ন করে মদনমোহন মন্দিরের পুরোহিতরা। পুজো শেষে সাধারণ ভক্তদের ভোগ বিতরণ করে দেন। পায়রা বলি না হওয়ায় তারা সময় মতো ভোগ দিতে পারেন নি এবং মন্দিরের বারান্দায় বসে থাকতে দেখা যায় পুরোহিত ও ভক্তদের। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার যে ব্যক্তি টেন্ডার নিয়েছে সেই ব্যক্তি সময় মত পায়রা নিয়ে না আসায় পরবর্তীতে বাজার থেকে পায়রা কিনে এনে পুজো করা হয়।

এদিন এবিষয়ে একজন পুরোহিত জানান, তারা জানতে পেয়েছে যারা মন্দিরে বলির পায়রা দেন, তারা দেবত্র ট্রাস্ট বোর্ডের কাছে টাকা পান। সেই টাকা না পাওয়ায় পায়রা দিচ্ছেনা। সেই কারনে পুজোর অসম্পূর্ণ রয়েছে।

এদিন এবিষয়ে মন্দিরে পূজা দিতে আসা গীতা সরকার নামে এক ভক্ত জানান, এর আগেও কয়েকবার ওই মন্দিরে পুজো দিতে এসেছিলেন। তাদের বেলা ১টায় আসতে বলেছিল। কিন্তু পুজো দিতে এসে দেখি পুজো দিতে হচ্ছে না। আমরা বসে আছি। আমি ভোগ দিতে এসেছি, কিন্তু ভোগ নিতে পারচ্ছি না। কারন পায়রা বলি না হওয়ায় তা হচ্ছে না বলে জানান তিনি।