খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ জুন, নিউ ইয়র্ক: গুরুতর অসুস্থ বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা। খবর, জীবাণু সংক্রমণে ভুগছেন তিনি। গত শনিবার হঠাৎ করেই সংজ্ঞা হারান গায়িকা। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় নিউ ইয়র্ক সিটি হাসপাতালে। অবস্থা এতটাই গুরুতর হয়ে গিয়েছিল যে, তাঁকে আইসিইউতেও স্থানান্তর করতে হয়। সম্প্রতি ম্যাডোনার ম্যানেজার গাই ওজ়ারি সমাজমাধ্যমের পাতায় জানিয়েছেন এই খবর। তিনি জানান আপাতত তাঁর চিকিৎসা চলবে। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে এখনও বেশ খানিকটা সময় লাগবে ৬৪ বছর বয়সী পপ তারকার। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের ম্যাডোনার যাবতীয় অনুষ্ঠানগুলি অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হচ্ছে। গায়িকা সুস্হ হলেই টুরের নতুন তারিখ ঘোষণা করা হবে।
আমেরিকার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, অসুস্থ ম্যাডোনার দেখভাল করছেন তাঁর মেয়ে লর্ডেস লিওন। প্রসঙ্গত, আগামী জুলাই মাস থেকে ‘ওয়ার্ল্ড ট্যুর’-এ যাওয়ার কথা ম্যাডোনার। আমেরিকা, ব্রিটেনের একাধিক শহর হয়ে আমস্টারডামে শেষ হওয়ার কথা টুরের। তবে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত মঞ্চে ফেরা হবে না তাঁর।