ভোটে কোনও রাজনৈতিক দলের জয় নিশ্চিত করতে কত টাকা নেন প্রশান্ত কিশোর? জানালেন নিজেই

138

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ নভেম্বর, পাটনা: প্রশান্ত কিশোর এবং রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সাহায্যেই বিগত কয়েকটি ভোট যুদ্ধে ঘুঁটি সাজিয়েছিল বেশ কয়েকটি রাজনৈতিক দল। তবে  আর ভোটকুশলী নন, এবার পোড় খাওয়া রাজনীতিবিদের ভূমিকায় তিনি। আগামী বছর বিহার বিধানসভা নির্বাচনে অংশ নেবে প্রশান্ত কিশোরের দল জন সূরজ।

কোনও রাজনৈতিক দলের হয়ে ভোটকুশলীর কাজ করার জন্য নির্বাচন পিছুকত টাকা নিতেন পিকে? প্রশান্ত কিশোর নিজেই জানালেন সে সব কথা।আসলে আগামী ১৩ নভেম্বর বিহারের চার বিধানসভা কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন। সেখানে লড়বে প্রশান্ত কিশোরের দল। পরের বছর বিহারের বিধানসভা নির্বাচনই তাঁর ‘পাখির চোখ’।

এই পরিস্থিতিতে বেলাগঞ্জে এক জনসভায় তিনি বলেন, “আপনারা কি মনে করেন আমার প্রচারের তাঁবু খাটানোর খরচের অর্থও আমার কাছে নেই? আপনারা ভাবেন আমি দুর্বল? বিহারে আমার মতো ফি নেওয়ার কথা কেউ শোনেননি। যদি কোনও নির্বাচনে আমি পরামর্শ দিই তাহলে সেজন্য ১০০ কোটি নিই। কখনও এরও বেশি। আগামী দুই বছরে আমি আমার সব প্রচারের খরচ চালাতে পারি কেবল একটি নির্বাচনী পরামর্শের টাকা থেকেই।”

প্রসঙ্গত, বিহারের উপনির্বাচনে ইমামগঞ্জ, বেলাগঞ্জ, রামগড় ও তারারি কেন্দ্রে ভোট। সব কটি কেন্দ্রেই প্রার্থী দিয়েছে কিশোরের দল। ভোটের ফলপ্রকাশ ২৩ নভেম্বর। এই মুহূর্তে জোরকদমে চলছে প্রচার। পিকে বিজেপি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, কংগ্রেস, ওয়াইএসআর কংগ্রেস, ডিএমকে-র হয়ে ভোটকুশলীর কাজ করেছেন। ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী ছিলেন পিকে। প্রতিশ্রুতি মতোই তিনি তৃণমূলের জয় নিশ্চিত করেছিলেন।