২১ জুলাই শহীদ স্মরণে WBPTA দিনহাটা ৩ নং চক্র সম্পদ কেন্দ্রের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল বড়শাকদলে

108

দিনহাটা, ১২ জুলাইঃ ২১ জুলাই শহীদ স্মরণে পশ্চিমবঙ্গ তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির দিনহাটা ৩ নং চক্র সম্পদ কেন্দ্রের প্রস্তুতি সভা। এদিন সাহেবগঞ্জ থানার বড়শাকদলে বড়শাকদল আর, আর প্রাথমিক বিদ্যালয়ের হল ঘরে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এদিন দিনহাটা ৩ নং চক্র সম্পদ কেন্দ্রের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশেষ বসাক, সাতমাইল সার্কেল শিক্ষক জুলফিকার আলী, শিক্ষক নেতা বাপ্পাদিত্য রায়, গৌরাঙ্গ সরকার, বরুন মজুমদার, বড়শাকদল অঞ্চল সভাপতি মানিক বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

জানা গেছে, আগামী ২১ জুলাই কোলকাতা ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে তৃনমূল কংগ্রেসের অমর একুশে জুলাই এর ঐতিহাসিক সভা। সেখান থেকেই দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী দলীয় নেতা কর্মীদের বার্তা দেবেন। সেই একুশে জুলাই এর সভায় তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যদের যোগদানের বিষয় নিয়ে আজকে এই সভায় আলোচনা হয়।  এছাড়াও ” রক্ত দান জীবন দান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান” এই বার্তা কে সামনে রেখে আগামী ১৬ জুলাই কোচবিহার জেলা তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা কার্যালয় প্রাঙ্গণে রক্তদান শিবিরে জন্য শিক্ষকদের আহ্বান জানানো হয়।