খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ জুলাইঃ ২১ জুলাই তৃণমূলের শহিদ স্মরণ দিবস। ইতিমধ্যেই সেজে উঠেছে তৃণমূল কংগ্রেসের একুশের মঞ্চ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা এসে পড়েছেন কলকাতায়। মালদহ ও মুর্শিদাবাদ, এই দুই জেলার তৃণমূল কংগ্রেস কর্মীরা থাকবেন কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। ২৫ হাজার তৃণমূল কংগ্রেস কর্মীদের থাকা-সহ অন্যান্য ব্যবস্থা করা হয়েছে স্টেডিয়ামের দুটো ফ্লোরে। এছাড়াও বিশাল হ্যাঙ্গারের ব্যবস্থা করা হয়েছে মাঠ জুড়ে।
জানা গিয়েছে, স্টেডিয়ামের দু’টি গেট দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা স্টেডিয়ামে ঢুকতে পারবেন। দু’টি মেডিক্যাল ক্যাম্প-সহ অ্যাম্বুল্যান্স থাকবে। কর্মী-সমর্থকদের খাবারের ব্যবস্থাও করেছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের কর্মসূচির দিনে শহরে যান নিয়ন্ত্রণে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওই দিন সকাল ৮টা পর্যন্ত মিছিল করা যাবে। সকাল ৯টার মধ্যে মিছিল যেখানে থাকবে, সেখানেই রাশ টানতে হবে। পুলিশকে নিশ্চিত করতে হবে যাতে,সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরে কোনও যানজট না হয়।
শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট যাওয়ার রাস্তা, মধ্য কলকাতা এবং তার আশপাশের ৫ কিলোমিটার এলাকায় কোনও যানজট যাতে না-হয়, কলকাতার পুলিশ কমিশানরকে তা নিশ্চিত করতে হবে। কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকার জন্য এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। ২১ জুলাই বেলা ১১টার পরে আবার মিছিল যেমন যায়, তেমন যাবে বলেই জানিয়েছে আদালত।




