বিশ্বজিৎ মন্ডল, মালদাঃ আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলো নির্বাচন কমিশন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের একাধিক নির্দেশ এসে পৌঁছেছে মালদা জেলায়।
মঙ্গলবার এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পুলিশ সুপার অলোক রাজোরিয়া। তিনি জানান ইতিমধ্যে নির্বাচন কমিশনের নির্দেশ এসে পৌঁছেছে। প্রথম পর্যায়ে মালদা পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। তাদের থাকা খাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।
স্পর্শ কাতর বুধ গুলি চিহ্নিত করে সেই সকল এলাকায় রুট মার্চ করা হবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বলে জানান পুলিশ সুপার।