রাত পোহালেই মহরম, বংশীহারীর পীরতলায় জোর কদমে চলছে প্রস্তুতি

33

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুলাই, দক্ষিণ দিনাজপুর: রাত পেরোলেই মহরম। জোর কদমে প্রস্তুতি চলছে দক্ষিণ দিনাজপুরে। প্রত্যেক বছরের মতোই দক্ষিণ দিনাজপুর জেলায় আগামীকাল মহরম উৎসব পালিত হবে।

দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন মহরম অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম বংশীহারী ব্লকের পীরতলার মহরম। বহু বছর ধরে হাজার হাজার মানুষের সমাগম হয় এই অনুষ্ঠানে।

উল্লেখ্য ইসলাম ধর্ম অনুযায়ী, হজরত মাহম্মদের মৃত্যুর পর প্রধান ধর্মগুরু উপাধি হয় “খলিফা”। হজরত মাহম্মদের কন্যা ফতেমা বিবি। তাঁর দুই ছেলে হাসান ও হােসেন। ‘খলিফা’ পদ নিয়ে হাসান-হােসেনের সঙ্গে দামাস্কাসের এজিদের ঝগড়া বাধল। এজিদ হাসানকে বিষ খাইয়ে হত্যা করে। হােসেন পরিবারের নিয়ে কুফা থেকে মক্কায় চলে যান।

কিন্তু কুফার অধিবাসীদের আশ্বাস পেয়ে তিনি আবার মক্কা থেকে কুফার পথে চললেন। কিন্তু পথপ্রদর্শক তাঁকে ভুল পথে কারবালার মরুপ্রান্তরে নিয়ে এল। এজিদের সৈন্যরা তাঁকে আর তার পরিবারের লােকেদের কারবালা প্রান্তরে নিষ্ঠুরভাবে হত্যা করে। এই বেদনাময় কাহিনি স্মরণ করেই মহরম অনুষ্ঠান পালিত হয়।

সম্পূর্ণ প্রশাসনিক নিষেধাজ্ঞা মেনে দক্ষিণ দিনাজপুর জেলার পীরতলায় বুড়া পীরের মাজারে এবছর মহরম উৎসবের মেতে উঠবেন ইসলাম ধর্মবলম্বী মানুষজন। তাই সাড়ে চারশো বছর ধরে মহরম উৎসব পালিত হয়ে আসছে পীরতলায়।