একদিনের সফরে কলকাতায় রাষ্ট্রপতি, উদ্বোধন করলেন নৌসেনার যুদ্ধজাহাজ বিন্ধ্যগিরির

36

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ অগাস্ট, কলকাতাঃ একদিনের সফরে বৃহস্পতিবার কলকাতা এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গার্ডেনরিচ শিপিং ইয়ার্ডে ভারতীয় নৌসেনার জাহাজ ‘বিন্ধ্যগিরি’র উদ্বোধন করলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সৌরভ গঙ্গোপাধ্যায়।

এদিন প্রথমে রাজভবনে ‘নেশামুক্ত ভারত অভিযান’ বলে একটি মাদক বিরোধী কর্মসূচির উদ্বোধন করেন তিনি। তার পর দুপুর দেড়টা নাগাদ গার্ডেনরিচ শিপবিল্ডার্সে পৌঁছন রাষ্ট্রপতি। সেখানে নারকেল ফাটিয়ে, মালা পরিয়ে ‘বিন্ধ্যগিরি’র উদ্বোধন করেন রাষ্ট্রপতি। উল্লেখ্য, নৌবাহিনীর ‘১৭এ’ প্রকল্পের ষষ্ঠ জাহাজ হিসাবে বিন্ধ্যগিরির আনুষ্ঠানিক উদ্বোধন করা হল।

নৌসেনার অনুষ্ঠান থেকে রাষ্ট্রপতি জানান, এই জাহাজ ভারতের নৌ-বহরের ক্ষমতাকে অনেকটাই প্রসারিত করল। বিন্ধ্যাগিরি আত্মনির্ভর ভারত গড়ার দিকেও একটি বলিষ্ঠ পদক্ষেপ। কারণ এই জাহাজ তৈরি হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে।

এদিন সকাল ১০টা ১৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে রাষ্ট্রপতির বিমান। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের তরফে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। নৌসেনার অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ব্রহ্মাকুমারী আয়োজিত ‘নেশামুক্ত ভারত অভিযান’ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন রাষ্ট্রপতি।

কর্মসূচি থেকে তরুণ সমাজের মাদকাসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, “তরুণরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের ভবিষ্যতের ভিত্তি মজবুত করার জন্য যে সময় ও শক্তি ব্যয় করা উচিত, তা নেশার কারণে নষ্ট হচ্ছে। শিক্ষার্থীরা ভুল পথে যাচ্ছে কিনা তা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুঁজে বের করতে হবে।”

রাজভবনে মাদক বিরোধী অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। দুই কর্মসূচি শেষে বিকেল ৪টে নাগাদ রাষ্ট্রপতিকে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয় বায়ুসেনার বিমান। রাষ্ট্রপতির কলকাতা সফর উপলক্ষে বৃহস্পতিবার কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।